ইদানীং পত্রিকা পড়ার সময় অক্ষরগুলো ঝাপসা দেখছেন? আর দূরের সাইনবোর্ড এতই অস্পষ্ট যে কিছুই পড়তে পারছেন না? ভাবছেন, বয়স বাড়ছে—এমন তো হবেই। কিন্তু ঝাপসা দৃষ্টি কেবল বয়সেরই লক্ষণ নয়। এর সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যার সম্পর্ক থাকতে পারে। এ প্রসঙ্গে জেনে নিন কয়েকটি তথ্য:
—ছোট-বড় যে কেউ দৃষ্টিশক্তির সমস্যায় (রিফ্রেকটিভ এরর) আক্রান্ত হতে পারে। হ্রস্বদৃষ্টি বা দূরদৃষ্টির সমস্যা চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে এবং চশমা ব্যবহার করে সমাধান করা যায়। ট্যারা চোখের কারণেও অনেকে ঝাপসা দেখেন। এরও চিকিৎসা আছে।
—একটু বেশি বয়সে দৃষ্টিসমস্যা হলে দেখতে হবে ছানি পড়েছে কি না। ডায়াবেটিস ও অন্যান্য কারণে তুলনামূলক কম বয়সেও চোখে ছানি পড়তে পারে।
—উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকলে চোখের রেটিনা, স্নায়ু ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়। এ সমস্যার নাম রেটিনোপ্যাথি। এতে দৃষ্টিশক্তি কমে যায়। তাই দেখতে সমস্যা হলে রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ ইত্যাদি মাপা উচিত।
—রেটিনার রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে বা রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেলে দৃষ্টিশক্তি আকস্মিক কমে যেতে পারে। এসব ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নইলে দৃষ্টি হারানোর আশঙ্কা থাকে।
—নানা কারণে দৃষ্টি সাময়িক ঝাপসা হতে পারে। যেমন: ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা হঠাৎ কমে গেলে, মাইগ্রেনের সমস্যায় এবং কনজাংটিভাইটিসের মতো চোখের সংক্রমণ ইত্যাদি। সাধারণত এসব ক্ষেত্রে দৃষ্টি আবার ঠিক হয়ে যায়। মস্তিষ্কের জটিলতা থেকেও দেখতে সমস্যা হয়ে থাকে।
Share on: